যশোর জেলার জনপ্রতিনিধি

আমাদের আজকের আলোচনার বিষয় যশোর জেলার জনপ্রতিনিধি।

যশোর জেলার জনপ্রতিনিধি:-

 

যশোর জেলার জনপ্রতিনিধি
যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরী

 

যশোর জেলায় সম্মানিত মাননীয় সংসদ সদস্যবৃন্দের তালিকা

আসন নাম রাজনৈতিক দলের নাম
৮৫-যশোর-১ জনাব শেখ আফিল উদ্দিন বাংলাদেশ আওয়ামী লীগ
৮৬-যশোর-২ জনাব মোঃ নাসির উদ্দীন বাংলাদেশ আওয়ামী লীগ
৮৭-যশোর-৩ জনাব কাজী নাবিল আহমেদ বাংলাদেশ আওয়ামী লীগ
৮৮-যশোর-৪ জনাব রনজিত কুমার রায় বাংলাদেশ আওয়ামী লীগ
৮৯-যশোর-৫ জনাব স্বপন ভাট্টাচার্য্য বাংলাদেশ আওয়ামী লীগ
৯০-যশোর-৬  জনাব মোঃ শাহীন চাকলাদার বাংলাদেশ আওয়ামী লীগ

 

যশোর জেলা বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুলনা বিভাগের একটি প্রশাসনিক ও রাজনৈতিক গুরুত্বসম্পন্ন অঞ্চল। উপজেলার সংখ্যানুসারে যশোর বাংলাদেশের একটি “এ” শ্রেণীভুক্ত জেলা।[২] এর অন্য একটি প্রচলিত বানান যশোহর। এটি প্রথম বাংলাদেশের শত্রুমুক্ত জেলা। ভৈরব নদের তীরে অবস্থিত এই যশোরকে ফুলের রাজধানীও বলা হয়।

যশোর নামের উৎপত্তি সম্পর্কে বিভিন্ন মতামত মেলে। ঐতিহাসিকদের মধ্যে এই জেলার নামকরণ সম্পর্কে মতবিরোধ দেখা যায়। আরবি ‘জসর’ থেকে যশোর শব্দের উৎপত্তি বলে মনে করেন অনেকে। এর অর্থ সাঁকো। এককালে যশোরের সর্বত্র নদীনালায় পরিপূর্ণ ছিল। নদী বা খালের ওপর সাঁকো বানানো হতো।

পীর খানজাহান আলী বাঁশের সাকো নির্মাণ করে ভৈরব নদী পেরিয়ে মুড়লীতে আসেন বলে জানা যায়। এই আরবি শব্দ ‘জসর’ (বাংলায় যার অর্থ বাঁশের সাঁকো) থেকে যশোর নামের উৎপত্তি। অনুমান করা হয় কসবা নামটি পীর খানজাহান আলীরই দেওয়া (১৩৯৮ খৃঃ)। তবে অনেকের অভিমত, খানজাহান আলী আসার আগে থেকেই ‘যশোর’ নামটি ছিল।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

 

আবার অন্য একটি সূত্র হতে জানা যায় যে- মহারাজ প্রতাপাদিত্যের পিতা বিক্রমাদিত্য ও তার এক সহযোগি বসন্ত রায় গৌড়ের এক চরম অরাজকতার সময় সুলতানের অপরিমিত ধনরত্ন নৌকা বোঝাই করে গোপনে এই এলাকায় প্রেরণ করেন। গৌড়ের ধনরত্ন বোঝাই অসংখ্য নৌকা এখানে পৌঁছানোর পর ধীরে ধীরে বন জঙ্গলে আবৃত্ত এলাকাটির খ্যাতি চারদিকে ছড়িয়ে পড়লো।

প্রতিষ্ঠিত হলো একটি সমৃদ্ধ রাজ্য। নবপ্রতিষ্ঠিত রাজ্যের নামকরণ হল যশোহর। প্রবাদ আছে, গৌড়ের যশ হরণ করে এই এলাকার শ্রীবৃদ্ধি হওয়ায় নবপ্রতিষ্ঠিত রাজ্যের নাম যশোহর রাখা হয়। স্থানীয় পুরাতন নাম যশোর পরিবর্তনের মাধ্যমে নতুন নামকরণ হয় যশোহর। ‘যশোর’ শব্দটি ‘যশোহর’ শব্দের অপভ্রংশ।

 

যশোর জেলার জনপ্রতিনিধি
এগারো শীব মন্দির – যশোর জেলা

 

আরও পড়ূনঃ

Leave a Comment