সীমান্তে ১১ কোটি টাকার সোনার বারসহ আটক ৩ এর খবর দিয়ে শুরু করছি যশোর জেলা নিউজ আপডেট । আমরা সম্প্রতি ঘটে যাওয়া বিষয়গুলো সংকলন করে আপনাদের সামনে নিয়ে আসছি। যারা নিয়মিত সংবাদপত্র বা অন্য মাধ্যমের খবরগুলোতে চোখ রাখার সময় পান না। তাদেরকে এই আয়োজনটি হালনাগাদ থাকতে সাহায্য করবে।

Table of Contents
সীমান্তে ১১ কোটি টাকার সোনার বারসহ আটক ৩ | সারা সপ্তাহের খবর
সীমান্তে ১১ কোটি টাকার সোনার বারসহ আটক ৩
যশোরের শার্শা উপজেলায় সীমান্ত থেকে ১৩ কেজি ১৪৩ গ্রাম ওজনের ৬১টি সোনার বারসহ তিন পাচারকারীকে আটক করেছে বিজিবি। এ সময় চোরাচালানি কাজে ব্যবহৃত একটি মোটর সাইকেলও জব্দ করা হয়। মঙ্গলবার (৪ এপ্রিল) বিকেলে সীমান্তের গাজীর কায়বা সাহেবের ব্রিজ নামক এলাকা থেকে সোনার বারসহ তাদের আটক করা হয়।
অবশেষে বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি সচল
ভারতের পেট্রাপোল বন্দরে চলা কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছেন শ্রমিক ও ব্যবসায়ীরা। ফলে দুদিন বন্ধ থাকার পর পুনরায় বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি সচল হয়েছে। সোমবার (৩ এপ্রিল) সকাল ১০ টার পর আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হয়।
হলে আটকে রেখে নির্যাতন: যবিপ্রবির ২ ছাত্র বহিষ্কার
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শহীদ মসিয়ূর রহমান হলে আটকে রেখে নির্যাতনের অভিযোগে দুই শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সোমবার (৩ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আব্দুর রশিদ জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
হলের ছাত্রীদের উত্ত্যক্ত করে পদ হারালেন ছাত্রলীগ নেতা
যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজ ছাত্রলীগের প্রচার সম্পাদক নূর ইসলামকে অব্যাহতি দেওয়া হয়েছে। রোববার (২ এপ্রিল) জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন কবির পিয়াস ও সাধারণ সম্পাদক তানজীব নওশাদ পল্লব সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

যশোরে ১৩ সোনার বার রেখে পালিয়েছেন যুবক
যশোরের চৌগাছা সীমান্তে ১৩টি সোনার বার ফেলে পালিয়েছেন এক যুবক। শুক্রবার (৩১ মার্চ) সন্ধ্যায় উপজেলার লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় বিজিবি। এসময় কপোতাক্ষ পাড়ে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এক যুবককে ঘোরাফেরা করতে দেখে বিজিবি ধাওয়া করে। ধাওয়া খেয়ে তিনি কোমর থেকে ১৩টি সোনার বার ফেলে ভারতের দিকে পালিয়ে যান।
ছুরিকাঘাতে বড় ভাই, সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে কিশোর নিহত
যশোরে পৃথক ঘটনায় ছুরিকাঘাতে এক যুবক ও কিশোর নিহত হয়েছেন। শুক্রবার (৩১ মার্চ) রাতে সদর উপজেলার ঘুরুলিয়া গ্রাম ও শহরের বারান্দি নাথপাড়ায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- যশোর সদর উপজেলার ঘুরুলিয়া সাদ্দামের মোড় এলাকার আব্দুল লতিফের ছেলে ইউনুস (২২) ও শহরতলী শেখহাটি তরফ নওয়াপাড়া এলাকার মোহাম্মদ বাচ্চু মোল্লার ছেলে নাহিদ হাসান (১৭)।

মোটরসাইকেলের চেসিসের ভেতরে লুকানো ছিল ১১ কোটি টাকার সোনা
যশোরের শার্শা উপজেলার কায়বা এলাকায় একটি মোটরসাইকেলের চেসিসের ভেতর থেকে ৬১টি সোনার বার জব্দ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। মঙ্গলবার বিকেলে সোনার বারগুলো জব্দ করা হয়। বিজিবি সূত্র জানায়, এ সোনার ওজন ১৩ কেজি ১৪৩ গ্রাম এবং বাজারমূল্য ১১ কোটি ২১ লাখ ৬৩ হাজার ৮৩৫ টাকা। সোনার বারগুলো ভারতে পাচার করা হচ্ছিল।
আরও দেখুনঃ

১ thought on “সীমান্তে ১১ কোটি টাকার সোনার বারসহ আটক ৩ | সারা সপ্তাহের খবর”