যশোরে সাংবাদিকের ওপর হামলা

যশোরের ঝিকরগাছায় সংবাদ সংগ্রহে গিয়ে ইনডিপেনডেন্ট টিভির দুই সাংবাদিকের ওপর হামলা এবং মারধরের ঘটনা ঘটেছে। এসময় ক্যামেরা ভাঙচুর ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে হামলাকারীরা।

 

যশোরে সাংবাদিকের ওপর হামলা

উপজেলার কৃষ্ণনগর এলাকার পুলিশের এএসপি ফখরুল ইসলামের বাবা মকবুল হোসেনের বিরুদ্ধে ভুয়া মুক্তিযোদ্ধা সনদ নেওয়া ও মুক্তিযোদ্ধা কোটায় ছেলে-মেয়ের চাকরির ব্যবস্থা করার অভিযোগ পাওয়া যায়। এএসপি ছেলের প্রভাব খাটিয়ে এলাকায় একাধিক ব্যক্তির জমি দখল, মারপিট ও নির্যাতনেরও অভিযোগ রয়েছে।

 

গত ১০ বছরে তার পরিবার অবৈধভাবে জমি দখল করে বিপুল সম্পদের মালিক হয়েছেন বলে অভিযোগ করেছে এলাকাবাসী। বিষয়টি নিয়ে সংবাদ সংগ্রহে যান যশোর প্রতিনিধি জিয়াউল হক এবং ভিডিওগ্রাফার শরীফ খান। এসময় এএসপি ফখরুলের লোকজন তাদের ওপর হামলা চালিয়ে পিটিয়ে আহত করে আটকে রাখে। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

আরও দেখুনঃ

Leave a Comment