যশোর বোর্ডে ১৩ প্রতিষ্ঠানে শতভাগ পাস, ৭ প্রতিষ্ঠানে সবাই ফেল

৭ প্রতিষ্ঠানে সবাই ফেল – এবারের এইচএসসি পরীক্ষায় যশোর শিক্ষাবোর্ডের ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করেছেন। অন্যদিকে, ৭টি প্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থী পাস করতে পারেননি।

 

যশোর বোর্ডে ১৩ প্রতিষ্ঠানে শতভাগ পাস, ৭ প্রতিষ্ঠানে সবাই ফেল

 

এ বছর যশোর শিক্ষা বোর্ডে পাশের হার ৬৪ দশমিক ২৯ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৭৪৯ শিক্ষার্থী। সারাদেশের ন্যায় মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে সংবাদ সম্মেলনের মধ্যে দিয়ে ফলাফল ঘোষণা করেন অত্র শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মর্জিনা আক্তার।

সংবাদ সম্মেলনে তিনি জানান, এ বছর যশোর বোর্ডে থেকে মোট ১ লাখ ২২ হাজার ৫১১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৭৮ হাজার ৭৬৪ জন। এর মধ্যে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ৯ হাজার ৭৪৯। অকৃতকার্য হয়েছেন ৪৩ হাজার ৭৪৭ জন শিক্ষার্থী। শিক্ষাবোর্ড ঘোষিত ফলাফলে দেখা যায়, যশোর শিক্ষাবোর্ডের ১৩ কলেজে শতভাগ পাস করেছেন এবং ৭ কলেজে কেউই পাস করেননি।

শতভাগ পাস করা কলেজগুলো হলো- ঝিনাইদহ ক্যাডেট কলেজ, যশোরের চৌগাছা উপজেলার হাকিমপুর মহিলা কলেজ, একই উপজেলার এস এম হাবিবুর রহমান পৌর কলেজ, নড়াইলের গোবরা মহিলা কলেজ, যশোরের কেশবপুর উপজেলার তিতা বাজিতপুর এম কে বি মহিলা কলেজ, একই জেলার ঝিকরগাছা উপজেলার বাঁকড়া হাজিরবাগ আইডিয়াল গার্লস স্কুল, খুলনার কয়রার হাড্ডা পাবলিক কলেজ, একই জেলার সোনাডাঙ্গার ইসলামাবাদ কলেজিয়েট স্কুল, সাতক্ষীরা কমার্স কলেজ, একই জেলার গোবরদাড়ি জরদিয়া স্কুল এন্ড কলেজ, যশোরের চৌগাছা উপজেলার মড়–য়া ইউসুফ খান স্কুল এন্ড কলেজ, খুলনার খালিসপুরের নেভি স্কুল এন্ড কলেজে এবং কুষ্টিয়ার সুনুপ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

শতভাগ ফেল করা কলেজগুলো হলো- মেহেরপুরের গাংনি উপজেলার মড়কা জাগরণ কলেজ, খুলনার ডুমুরিয়ার মডেল মহিলা কলেজ, একই জেলার তেরোখাদার শাপলা কলেজ, সাতক্ষীরা জেলার আখরাখোলা আইডিয়েল কলেজ, মাগুরার মোহাম্মদপুর উপজেলার গোপিনাথপুর এম. এ. খালেক স্কুল এন্ড কলেজ, যশোরের মণিরামপুর উপজেলার নেঙ্গুরহাট স্কুল এন্ড কলেজ এবং ঝিনাইদহের নাজিরউদ্দিন ইসলামিয়া কলেজ।

 

আরও দেখুনঃ

Leave a Comment