যশোরে জাল টাকাসহ আটক ২ – যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির বেনাপোল সদর ক্যাম্পের অধীনস্থ আমড়াখালী চেকপোস্টে ১৭ হাজার জাল টাকার নোটসহ দুইজনকে আটক করা হয়েছে।
যশোরে জাল টাকাসহ আটক ২
শনিবার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে তাদের আটক করা হয়। এ সময় একটি মোটরসাইকেল, একটি হেলমেট ও দুটি মোবাইল জব্দ করা হয়। আটককৃতরা হলেন- মো. আলমগীর (৩৯) ও সাব্বির।

জানা যায়, রাতে যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির বেনাপোল সদর ক্যাম্পের অধীনস্থ আমড়াখালী চেকপোস্টে কর্মরত সুবেদার মো. মনিরুল ইসলামের নেতৃত্বে একটি টহল দল অভিযান চালায়। এ সময় বেনাপোল থেকে শার্শাগামী একটি মোটরসাইকেল চালককে তল্লাশি করে ১৭ হাজার জাল টাকাসহ দুজনকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বাংলাদেশি নাগরিক এবং তারা জাল টাকার ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে বলে স্বীকার করেছে। এছাড়াও জালনোট ব্যবসায় ব্যবহৃত দুটি মোবাইল ও মোটরসাইকেল জব্দ করা হয়। যার সিজার মূল্য ১ লাখ ৯৮ হাজার পাঁচশ টাকা। জব্দকৃত জালনোটসহ আসামিদের শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিসি, পিএসসি জানান, দীর্ঘদিন ধরে স্বর্ণ, মাদক, ডলার, রুপি, হুন্ডি ও চোরাচালান মালামাল আটকের নিমিত্তে আমড়াখালী চেকপোস্টে বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতাসহ অভিযান জোরদার করা হয়েছে।
আরও দেখুনঃ