যশোর শহরে ৪ দিনে দেড় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

যশোর শহরে পৌরসভার জায়গায় নির্মিত আওয়ামী লীগের নেতা-কর্মীদের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চলছে। গত চার দিনে ১৫০টির বেশি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। আজ রোববার শহরের দড়াটানা মোড়ে।

 

যশোর শহরে ৪ দিনে দেড় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

যশোর শহরে গত চার দিনে দেড় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এত দিন এসব স্থাপনা আওয়ামী লীগের অনুসারীদের দখলে ছিল। এসব স্থাপনার কারণে শহরে তীব্র যানজট তৈরি হচ্ছিল।

এর আগে এসব স্থাপনা উচ্ছেদে পৌরসভার পক্ষ থেকে মাইকে প্রচার, নোটিশ পাঠালেও ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতা-কর্মীদের চাপের মুখে উচ্ছেদ করা যায়নি। তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর পৌরসভার নতুন প্রশাসক এ উচ্ছেদ অভিযান শুরু করেছেন। অভিযানে সড়কের পাশে সরকারি জায়গায় গড়ে তোলা টংদোকান থেকে শুরু করে বাদ যায়নি আওয়ামী লীগের কার্যালয়, হোটেল, ব্যবসাপ্রতিষ্ঠানও।

 

 

Leave a Comment