যশোরে মোটরসাইকেল-নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর সঙ্গে ধাক্কা নিহত ২,যশোরের মনিরামপুর উপজেলায় মোটরসাইকেল-নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর-সঙ্গে ধাক্কায় দুইজন-নিহত হয়েছেন।

যশোরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর সঙ্গে ধাক্কা নিহত ২
বুধবার রাত সাড়ে ১০টার দিকে মনিরামপুর-রাজগঞ্জ সড়কের কাশিপুর বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মনিরামপুরের মাছনা গ্রামের মুফতি ইসমাইলের ছেলে হাফেজ নাহিদ হাসান (২০) এবং পৌর সভার মোহনপুর কারিগর পাড়ার মোস্তাকের ছেলে শিহাব হোসেন (১৫)। নিহতরা সম্পর্কে খালাতো ভাই।

মনিরামপুর থানার উপ-পরিদর্শক আব্দুল হান্নান বিষয়টি নিশ্চিত করেছেন।
বুধবার রাতে দুই তরুণ একটি মোটরসাইকেলে চড়ে রাজগঞ্জের দিক থেকে মনিরামপুরে যাচ্ছিলেন। পথে কাশিপুর বটতলা এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর-সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

আরো পড়ুন :