পুটখালী সীমান্তে নির্যাতনে বাংলাদেশি যুবকের মৃত্যুর অভিযোগ

পুটখালী সীমান্তে-নির্যাতনে-বাংলাদেশি যুবকের মৃত্যুর অভিযোগ,যশোরের পুটখালী সীমান্তে বিএসএফের নির্যাতনে শাহীন (২৯) নামের এক যুবকের মৃত্যুর-অভিযোগ উঠেছে।

 

পুটখালী সীমান্তে নির্যাতনে বাংলাদেশি যুবকের মৃত্যুর অভিযোগ

 

পুটখালী সীমান্তে নির্যাতনে বাংলাদেশি যুবকের মৃত্যুর অভিযোগ

শনিবার ভারতের বনগাঁর একটি হাসপাতালে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্বজনরা। শাহীন ওই গ্রামের শামসুর রহমানের ছেলে।

শাহীনের ছোট ভাই তুহিন জানান, ১৩ ডিসেম্বর ঘোনার মাঠ সীমান্ত দিয়ে ভারতে যায় শাহীন। ১৫ ডিসেম্বর দেশে প্রবেশর চেষ্টা করলে বিএসএফের হাতে আটক হন তিনি। তাকে মারধর করে ভারতের উত্তর ২৪ পরগণার বনগাঁ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

পুটখালী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল গাফফার সরদার বলেন, শাহীনকে বিএসএফ ধরে মারধর করেছে বলে শুনেছি। তবে আসল ঘটনা কী সেটা জানিনা।

খুলনা ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তানভীর রহমান জানান, পুটখালী সীমান্তে বাংলাদেশি এক যুবকের মৃত্যু খবর পেয়েছি। তার মৃত্যু কীভাবে হয়েছে সেটা জানতে পারিনি। বিএসএফও আমাদের জানায়নি।

 

পুটখালী সীমান্তে নির্যাতনে বাংলাদেশি যুবকের মৃত্যুর অভিযোগ

 

আরো পড়ুন :

Leave a Comment