ছেলের মরদেহ দেখতে গিয়ে বাবা নিহত,যশোরের ঝিকরগাছায় ছেলের মরদেহ দেখতে যাওয়ার পথে সড়ক- দুর্ঘটনায় জামাল হোসেন (৬৮) নিহত হয়েছেন। শুক্রবার (১১ নভেম্বর) রাতে উপজেলার গদখালী-পানিসারা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

ছেলের মরদেহ দেখতে গিয়ে বাবা নিহত
শনিবার সকাল ৯টার দিকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে তিনি মারা যান। এর আগে শুক্রবার সন্ধ্যায় জামাল হোসেনের বড় ছেলে জিয়া হোসেন হৃদরোগে আক্রান্ত হয়ে ঝিকরগাছায় তার শ্বশুরবাড়িতে মারা যান।
জামাল হোসেনের বড় ছেলে জিয়া ঝিকরগাছায় পরিবারসহ তার শ্বশুরবাড়ি থাকতেন। শুক্রবার সন্ধ্যায় তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। ছেলের মৃত্যুর খবর শুনে রাতেই বাবা পরিবারসহ নিজ ইঞ্জিনচালিত ভ্যানে করে রওনা হন। পথে একটি বিড়ালকে বাঁচাতে গিয়ে ভ্যানটি রাস্তার ওপর উল্টে যায়।

এ সময় জামাল হোসেন মাথায় ও শরীরের বিভিন্নস্থানে আঘাত পান। তার সঙ্গে থাকা পরিবারের অন্যান্য সদস্যরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল ৯টার দিকে তিনি মারা যান।
হাসপাতালের সার্জারি ওয়ার্ডের দায়িত্বরত চিকিৎসক ডা. নিশি নিশ্চিত করে বলেন, জামাল হোসেন মাথায় এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পেয়েছেন। তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আরো পড়ুন :
