বেনাপোলে ৩০ হাজার-মার্কিন ডলারসহ বাংলাদেশি আটক,যশোরের বেনাপোলের আমড়াখালি-চেকপোস্টে ৩০ হাজার-মার্কিন ডলারসহ তোফাজ্জল হোসেন (৫২) নামে এক বাংলাদেশি পাসপোর্ট যাত্রীকে আটক করা হয়েছে। তিনি মুন্সিগঞ্জের বাসিন্দা।

বেনাপোলে ৩০ হাজার মার্কিন ডলারসহ বাংলাদেশি আটক
রোববার সন্ধ্যায় কলকাতা থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস থেকে ডলারসহ তাকে আটক করা হয়।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহমেদ হাসান জামিল বিষয়টি নিশ্চিত করেছেন।

আমড়াখালি-চেকপোস্টের সামনে কলকাতা থেকে ঢাকাগামী একটি বাস তল্লাশি করা হয়। এসময় এক যাত্রীর কাছ থেকে বিশেষ কায়দায় লুকানো ৩০ হাজার-মার্কিন ডলার জব্দ করে তাকে আটক করা হয়। পরে তার ব্যাগ তল্লাশি করে দুইটি মোবাইলফোন জব্দ করা হয়।
বিজিবির এ কর্মকর্তা বলেন, পরবর্তীকালে জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি মার্কিন ডলার কলকাতা থেকে অবৈধভাবে বহন করছিলেন বলে বিজিবির কাছে স্বীকার করেন। জব্দ মার্কিন ডলার ও মোবাইলসহ তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হবে।

আরো পড়ুন :
