যশোরে ৮২ পিস স্বর্ণের বার উদ্ধার

যশোরে ৮২-পিস স্বর্ণের বার উদ্ধার,জেলার শার্শা উপজেলার পাঁচভূলাট সীমান্ত এলাকা থেকে বৃহস্পতিবার  রাতে ৯ কেজি ৫৫৮ গ্রাম ওজনের ৮২-পিস স্বর্ণের-বার উদ্ধার করেছে বর্ডার গার্ড-বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। এ সময় একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

 

যশোরে ৮২ পিস স্বর্ণের বার উদ্ধার

 

যশোরে ৮২ পিস স্বর্ণের বার উদ্ধার

২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান জানান, শার্শা উপজেলার পাঁচভূলাট সীমান্তের রহমতপুর গ্রামের রাস্তা দিয়ে মোটরসাইকেলযোগে এক ব্যক্তি স্বর্ণের একটি চালান নিয়ে আসছে এমন খবরের ভিত্তিতে গ্রামের ইটভাটার পাশে অভিযান চালিয়ে সন্দেহভাজন হিসেবে মেহেদী

 

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

হাসান নামে এক মোটরসাইকেল আরোহীকে থামতে বলা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে বেনাপোল পোর্ট থানার পুটখালি গ্রামের আব্দুল করিমের ছেলে মেহেদী মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরে মোটরসাইকেলে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৮২-পিস স্বর্ণের-বার উদ্ধার করা হয়।
এ ব্যাপারে শার্শা থানায় মামলা দায়ের হয়েছে।

 

যশোরে ৮২ পিস স্বর্ণের বার উদ্ধার

 

১ thought on “যশোরে ৮২ পিস স্বর্ণের বার উদ্ধার”

Leave a Comment