ঝড়ের কবলে ভারত সীমান্তে ঢুকে পড়া ১৫ জেলে দেশে ফিরল,নয় মাস আগে ঝড়ের কবলে পড়ে ভারত সীমান্তে ঢুকে পড়া ১৫ বাংলাদেশি জেলেকে ফেরত পাঠানো হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের সোপর্দ করেন।

ঝড়ের কবলে ভারত সীমান্তে ঢুকে পড়া ১৫ জেলে দেশে ফিরল
২০২২ সালের ১৮ আগস্ট বঙ্গোপসাগরে মাছ ধরতে যান বরগুনা ও পিরোজপুরের শতাধিক জেলে। হঠাৎ সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে পড়লে তারা ভাসতে ভাসতে ভারত সীমান্তে ঢুকে পড়ে। ৩৬ ঘণ্টা সাগরে ভেসে থাকার পর ভারতীয় জেলেরা তাদের উদ্ধার করে সে দেশের কোস্ট গার্ডের হাতে তুলে দেন।
বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ফেরত আসা জেলেদের চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ পোর্ট থানায় সোপর্দ করে। পরে অফিসিয়াল কার্যক্রম শেষ করে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন:

