স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে যাবজ্জীবন স্বামীর,যশোর শহরতলীর আরবপুর মাঠপাড়ার গৃহবধূ শিরিনা বেগমকে পুড়িয়ে হত্যার দায়ে তার স্বামী জুয়েল সরদারকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।বুধবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক গোলাম কবির এ রায় ঘোষণা করেন।

স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে যাবজ্জীবন স্বামীর
দণ্ডপ্রাপ্ত জুয়েল সরদার আরবপুর মাঠপাড়ার মৃত মিজানুর রহমানের ছেলে।
আদালতের বিশেষ পিপি সেতারা খাতুন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
জুয়েল সরদার খয়েরতলার ভৈরব ফিলিং স্টেশনে সেলসম্যান হিসেবে চাকরি করতেন। জুয়েলের প্রথম স্ত্রী মারা যাওয়ার পর পারিবারিকভাবে শিরিনা বেগমকে বিয়ে করেন। প্রথম পক্ষের দুই সন্তান ও শিরিনার নিজের সন্তানের দেখাশোনা নিয়ে প্রায়ই তাদের মনোমালিন্য হতো। ২০২১ সালের ১২ অক্টোবর একই বিষয়ে তাদের বাগবিতণ্ডা হয়।


