পৌনে দুই কেজি সোনাসহ যুবক আটক

পৌনে দুই কেজি সোনাসহ যুবক আটক,ভারতে পাচারের সময় বেনাপোলের পুটখালী সীমান্তে ১৫টি সোনার বারসহ ইমানুর রহমান (১৯) নামের এক যুবককে আটক করেছেন বিজিবি সদস্যরা।

 

পৌনে দুই কেজি সোনাসহ যুবক আটক

 

পৌনে দুই কেজি সোনাসহ যুবক আটক

শুক্রবার সন্ধ্যায় বেনাপোল পোর্ট থানার দৌলতপুর-পুটখালী সড়কের সীমান্ত এলাকা থেকে সোনাসহ তাকে আটক করা হয়।

আটক ইমানুর-রহমান বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের মশিয়ার রহমানের ছেলে।

 

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

খুলনা ২১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তানভীর রহমান জানান, গোপন সংবাদ ছিল দৌলতপুর পুটখালী সড়ক দিয়ে সোনার একটি চালান ভারতে যাবে। পরে সেখানে অভিযান চালিয়ে বাইসাইকেল আরোহী এক যুবকের গতিরোধ করা হয়। এ সময় তার দেহ ও বাইসাইকেল তল্লাশি করে সিটের নিচ থেকে ১ কেজি ৭৪৯ গ্রাম ওজনের ১৫টি সোনার বার উদ্ধার করা হয়।

বিজিবির এ অধিনায়ক জানান, উদ্ধার সোনার বাজারমূল্য ১ কোটি ২৩ লাখ ৭০ হাজার টাকা। আটক যুবকের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

 

পৌনে দুই কেজি সোনাসহ যুবক আটক

 

আরো পড়ুন :

Leave a Comment