যশোর জেলার হাট-বাজার

আমাদের আজকের আলোচনার বিষয় যশোর জেলার হাট-বাজার।

 

যশোর জেলার হাট-বাজার
গদখালী ফুলের বাগান – যশোর জেলা

 

যশোর জেলার হাট-বাজার:-

যশোর জেলার উপজেলা ভিত্তিক হাট-বাজারের সাধারণ তথ্যাবলী:

ক্র: উপজেলার নাম পশুহাট সাধারণ মোট বিক্রিত হাট সর্বমোট বিক্রিত মন্তব্য
সাধারণ হাট পশু হাট খাস আদায় অবিক্রিত হাট
১০
যশোর সদর ১৬ ১৫ ৮১,০২,২৯৮/- ১টি (রাজারহাট) হাট নিয়ে মামলা আছে।
বাঘারপাড়া ১৮ ১৪ ৭৪,৯০,৩০০/-
অভয়নগর ১৯ ১২ ৮,৪৮,০০০/-
মনিরামপুর ৫৭ ৩৪ ১৬ ২৩ ২৪,১৭,৯৬৪/- ১টি হাট নিয়ে মামলা আছে। ৬টি হাটে আদায় হয় না।
কেশবপুর ২৩ ১৯ ১২,৮২,৩১০/-
ঝিকরগাছা ১৯ ১৭ ১৬,৭৫,৩০০/- ১টি পশু হাট বসে না।
শার্শা ৩৩ ৩৩ ১১২০৮৯০০/-
চৌগাছা ২২ ২২ ৪,১৮,৮৩৪/-
google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

 

যশোর একটি অতি প্রাচীন জনপদ। আনুমানিক ১৪৫০ খ্রিষ্টাব্দের দিকে পীর খান জাহান আলীসহ বারজন আউলিয়া যশোরের মুড়লীতে ইসলাম ধর্ম প্রচারের প্রধান কেন্দ্র স্থাপন করেন। ক্রমে এ স্থানে মুড়লী কসবা নামে একটি নতুন শহর গড়ে উঠে । ১৫৫৫ খ্রীস্টাব্দের দিকে যশোর রাজ্য প্রতিষ্ঠিত হয়। যশোর-খুলনা-বনগাঁ এবং কুষ্টিয়া ও ফরিদপুরের অংশ বিশেষ যশোর রাজ্যের অন্তর্ভুক্ত ছিলো।

১৭৪৭ খ্রিষ্টাব্দের দিকে যশোর নাটোরের রানী ভবানীর রাজ্যের অন্তর্ভুক্ত হয়। ১৭৮১ খ্রিষ্টাব্দে যশোর একটি পৃথক জেলা হিসেবে আত্মপ্রকাশ করে । ১৮৬৪ সালে ঘোষিত হয় যশোর পৌরসভা। ১৮৩৮ খ্রিষ্টাব্দে যশোর জিলা স্কুল, ১৮৫১ খ্রিষ্টাব্দে যশোর পাবলিক লাইব্রেরি, বিংশ শতাব্দীর তৃতীয় ও চতুর্থ দশকে যশোর বিমান বন্দর এবং ঊনবিংশ শতাব্দীর গোড়ার দিকে কলকাতার সাথে যশোরের রেল-যোগাযোগ প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রথম স্বাধীন হওয়া জেলাটি যশোর।

 

যশোর জেলার হাট-বাজার
এগারো শীব মন্দির – যশোর জেলা

 

আরও পড়ুনঃ

Leave a Comment