আমাদের আজকের আলোচনার বিষয় যশোর জেলার হাট-বাজার।

যশোর জেলার হাট-বাজার:-
যশোর জেলার উপজেলা ভিত্তিক হাট-বাজারের সাধারণ তথ্যাবলী:
| ক্র: | উপজেলার নাম | পশুহাট | সাধারণ | মোট বিক্রিত হাট | সর্বমোট বিক্রিত | মন্তব্য | |||
| সাধারণ হাট | পশু হাট | খাস আদায় | অবিক্রিত হাট | ||||||
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
| ১ | যশোর সদর | ১ | ১৬ | ১৫ | ১ | – | ১ | ৮১,০২,২৯৮/- | ১টি (রাজারহাট) হাট নিয়ে মামলা আছে। |
| ২ | বাঘারপাড়া | ১ | ১৮ | ১৪ | ১ | ৩ | ৪ | ৭৪,৯০,৩০০/- | |
| ৩ | অভয়নগর | ১ | ১৯ | ১২ | ১ | ৬ | ৭ | ৮,৪৮,০০০/- | |
| ৪ | মনিরামপুর | ০ | ৫৭ | ৩৪ | ০ | ১৬ | ২৩ | ২৪,১৭,৯৬৪/- | ১টি হাট নিয়ে মামলা আছে। ৬টি হাটে আদায় হয় না। |
| ৫ | কেশবপুর | ১ | ২৩ | ১৯ | ১ | ৩ | ৪ | ১২,৮২,৩১০/- | |
| ৬ | ঝিকরগাছা | ৩ | ১৯ | ১৭ | ২ | ২ | ৩ | ১৬,৭৫,৩০০/- | ১টি পশু হাট বসে না। |
| ৭ | শার্শা | ২ | ৩৩ | ৩৩ | ২ | – | – | ১১২০৮৯০০/- | |
| ৮ | চৌগাছা | ০ | ২২ | ২২ | ০ | ১ | ১ | ৪,১৮,৮৩৪/- | |

যশোর একটি অতি প্রাচীন জনপদ। আনুমানিক ১৪৫০ খ্রিষ্টাব্দের দিকে পীর খান জাহান আলীসহ বারজন আউলিয়া যশোরের মুড়লীতে ইসলাম ধর্ম প্রচারের প্রধান কেন্দ্র স্থাপন করেন। ক্রমে এ স্থানে মুড়লী কসবা নামে একটি নতুন শহর গড়ে উঠে । ১৫৫৫ খ্রীস্টাব্দের দিকে যশোর রাজ্য প্রতিষ্ঠিত হয়। যশোর-খুলনা-বনগাঁ এবং কুষ্টিয়া ও ফরিদপুরের অংশ বিশেষ যশোর রাজ্যের অন্তর্ভুক্ত ছিলো।
১৭৪৭ খ্রিষ্টাব্দের দিকে যশোর নাটোরের রানী ভবানীর রাজ্যের অন্তর্ভুক্ত হয়। ১৭৮১ খ্রিষ্টাব্দে যশোর একটি পৃথক জেলা হিসেবে আত্মপ্রকাশ করে । ১৮৬৪ সালে ঘোষিত হয় যশোর পৌরসভা। ১৮৩৮ খ্রিষ্টাব্দে যশোর জিলা স্কুল, ১৮৫১ খ্রিষ্টাব্দে যশোর পাবলিক লাইব্রেরি, বিংশ শতাব্দীর তৃতীয় ও চতুর্থ দশকে যশোর বিমান বন্দর এবং ঊনবিংশ শতাব্দীর গোড়ার দিকে কলকাতার সাথে যশোরের রেল-যোগাযোগ প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রথম স্বাধীন হওয়া জেলাটি যশোর।

আরও পড়ুনঃ
