যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। মনিরামপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চালক আফজাল হোসেন এবং ঝিকরগাছায় বাসচাপায় মোস্তাফিজুর রহমান নামে একজনের মৃত্যু হয়েছে।

 

যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

 

যশোর জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা.শরিফুল ইসলাম জানান, দুপুর ১টার দিকে পৃথক দুর্ঘটনাস্থল থেকে দুজনকে জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক ডা. জোবাইদা আফসানা তাদের মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি মর্গে পাঠানো।

দুপুর ১২টার দিকে যশোরের মণিরামপুর উপজেলার হালসা গ্রামের সবেদ আলীর ছেলের আফজাল হোসেন মোটরসাইকেল যোগে যশোর শহরের দিকে আসার পথে অপরদিক থেকে আসা অজ্ঞাত মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মারা যান তিনি৷ অজ্ঞাত অপর ব্যক্তিকে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এদিকে দুপুর সাড়ে ১২টার দিকে ঝিকরগাছা উপজেলার গাজীর দরগাহ তেলপাম্প এলাকায় বেনাপোল থেকে ঢাকাগামী এসপি গোল্ডেন লাইনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তারপাশে দাঁড়িয়ে থাকা মোস্তাফিজুর রহমান বুলু নামে এক ব্যক্তিকে গাছের সঙ্গে চাপা দেয়। এতে গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের যশোর জেনারেল হাসপাতলে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এক মোটরসাইকেল আরোহিসহ দু’জন আহত হয়েছেন৷

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

আহতরা হলেন- একই উপজেলার নাইরা গ্রামের আমির শেখের ছেলে মো. সোহেল ও শার্শা থানার বাগআঁচড়া গ্রামের মুজিবুর রহমানের ছেলে শামসুর রহমান। তাদেরকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

আরও দেখুনঃ

Leave a Comment