যশোরে আওয়ামী লীগ কর্মীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

যশোরে আওয়ামী লীগ – হত্যাসহ ৫টি মামলার আসামি সাইফুল ইসলাম সাগর নামে এক যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৭ অক্টোবর) সন্ধ্যায় সদর উপজেলার বালিয়া ভেকুটিয়া বাজার সংলগ্ন ব্রিজের ওপর এ ঘটনা ঘটে।

 

যশোরে আওয়ামী লীগ কর্মীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

 

নিহত সাগর (৩৫) বালিয়াডাঙ্গা গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। পুলিশ জানায়, সাইফুল ইসলাম সাগর আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। ১০-১২ দিন আগে তিনি একটি অস্ত্র মামলায় জেল থেকে মুক্তি পান।

 

 

সোমবার সন্ধ্যার দিকে বালিয়া ভেকুটিয়া ব্রিজের ওপর সাগরকে একা পেয়ে অতর্কিত হামলা করে দুর্বৃত্তরা। এ সময় তাকে পা ও বুকে হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর জখম করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, নিহত সাগর হত্যায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। তবে এখনও কাউকে আটক করা যায়নি। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। ওসি আরও জানান, নিহত সাগরের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, ডাকাতির চেষ্টা ও মাদকসহ ৫টি মামলা রয়েছে।

 

আরও দেখুনঃ

Leave a Comment