যশোরে ২৬২ ভূমি ও গৃহহীন পরিবারকে নতুন-ঘর দেয়া হবে,জেলাায় ২৬২ ভূমি ও গৃহহীন পরিবারকে নতুন ঘর-দেয়া হবে। ২১ জুলাই আনুষ্ঠানিকভাবে দুই শতক জমির দলিলসহ ঘর দেয়া হবে। জেলা প্রশাসক (ডিসি) তমিজুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করেন।

যশোরে ২৬২ ভূমি ও গৃহহীন পরিবারকে নতুন ঘর দেয়া হবে
জেলা প্রশাসক জানান, প্রধানমন্ত্রীর-উপহার হিসেবে সব এলাকায় ভূমিহীন ও গৃহহীনদের ঘর দেয়া হবে। কোনো মানুষই আর গৃহহীন থাকবে না। এ প্রকল্পের আওতায় যশোরের আট উপজেলায় ২৬২ পরিবারের মাঝে ২৬২টি নতুন ঘর উপহার দেয়া হবে। সেইসাথে দুই শতক জমির দলিলও দেয়া হবে। আগামীতে

যশোর সদর, কেশবপুর, মণিরামপুর, চৌগাছা, বাঘারপাড়া, ঝিকরগাছা, শার্শা ও অভয়নগর উপজেলা ভূমিহীন ও গৃহহীন মুক্ত করা হবে। সেই লক্ষ্যে কাজ চলছে। প্রকৃত ভুক্তভোগীদের যাচাই-বাছাই চলছে। গৃহহীন কেউ থাকবে না। এ পর্যায়ে ২৬২টি পরিবারের মাঝে বাঘারপাড়ায় ২৫, অভয়নগরে ৫, মণিরামপুরে ৩৪, কেশবপুরে ১৩, ঝিকরগাছায় ৯২, চৌগাছায় ৩৮ ও শার্শায় ৫৫টি পরিবারের মাঝে নতুন ঘর-দেয়া হবে।

আরো পড়ুন :
২ thoughts on “যশোরে ২৬২ ভূমি ও গৃহহীন পরিবারকে নতুন ঘর দেয়া হবে”