একরাতে ১৪ দোকানে চুরি যশোরে,যশোরের মণিরামপুর পৌর শহরে এক রাতে ১৪ দোকানে চুরির ঘটনা ঘটেছে। বুধবার ভোরে এসব প্রতিষ্ঠানের ক্যাশবাক্স ভেঙে প্রায় চার লাখ টাকা নিয়ে গেছে তারা। কয়েকটি দোকানের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজে চুরির দৃশ্য দেখা গেছে। তবে গামছা দিয়ে মুখ বাঁধা থাকায় তাদের শনাক্ত করা যায়নি।

একরাতে ১৪ দোকানে চুরি যশোরে
স্থানীয়রা জানায়, শহরের ব্যস্ততম গার্মেন্টস মার্কেট এলাকা। ভোর পাঁচটার পর চুরি শুরু হয়। প্রথমে মাস্টার মোশারফ হোসেনের মালিকানাধীন বস্ত্রালয়ের মুখে গামছা বাঁধা একজন লোহার রড জাতীয় কিছু দিয়ে সার্টারের নিচে চাপ দিয়ে উঁচু করে ভেতরে প্রবেশ করে।

এরপর দোকানের ক্যাশবাক্স ভেঙে টাকা নিয়ে নেয়। একইভাবে একে একে ১৪ ব্যবসা প্রতিষ্ঠানে চুরি করে তারা। এরমধ্যে গার্মেন্টস ব্যবসায়ী হারুন অর রশিদ, রবিউল ইসলাম, ফারুক হোসেন, শফিকুল ইসলাম, সাঈদ কবীর পলাশ, আফজাল হোসেন, আব্দুর রহিম, আব্দুল হামিদ ও সেলিম হোসেনের দোকানে ঢুকে ক্যাশবাক্স ভেঙে পড়ে প্রায় ৪ লাখ টাকা চুরি করে নিয়ে যায়। অপর চারটি দোকানের সার্টার একইভাবে উঁচু করলেও ভিতরে ঢুকতে পারেনি তারা।


১ thought on “একরাতে ১৪ দোকানে চুরি যশোরে”