মোটরসাইকেল-নিয়ন্ত্রণ হারিয়ে দুই যুবক নিহত,জেলার মণিরামপুরে গতরাতে মোটরসাইকেল-নিয়ন্ত্রণ হারিয়ে দুই যুবক-নিহত হয়েছেন। বুধবার রাত ১০টার দিকে মণিরামপুর-রাজগঞ্জ সড়কের কাশিপুর-বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

যশোরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই যুবক নিহত
নিহতরা হলেন- মণিরামপুর উপজেলার মাছনা গ্রামের মোহাম্মদ ইসমাইল হোসেনের ছেলে নাহিদ হোসেন (২০) ও মোহনপুর গ্রামের মোস্তাক হোসেনের ছেলে শিহাব হোসেন (১৭)। খবর পেয়ে মণিরামপুর ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ দুটি উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

মণিরামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হান্নান জানান,রাতে দুই যুবক একটি মোটরসাইকেলে চড়ে রাজগঞ্জ এলাকা থেকে মণিরামপুরের দিকে যাচ্ছিলেন। পথে কাশিপুর বটতলা-এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর সঙ্গে আঘাত লাগে। এতে তারা মোটরসাইকেল থেকে ছিটকে
সড়কের পাশের খেজুর গাছের সঙ্গে ধাক্কা খায় এবং ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়।
এ ঘটনায় মণিরামপুর থানায় মামলা দায়ের হয়েছ।

আরো পড়ুন :
১ thought on “যশোরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই যুবক নিহত”