যশোরে সড়কে ঝরলো তিন যুবকের প্রাণ,যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন যুবক নিহত হয়েছেন। রোববার রাত আটটার দিকে যশোর-মাগুরা সড়কের বাহাদুরপুর এলাকায় ও শহরতলীর চাচড়া এলাকায় এ দুর্ঘটনা দুটি ঘটে।

যশোরে সড়কে ঝরলো তিন যুবকের প্রাণ
নিহতরা হলেন, যশোর শহরের কাজীপাড়া এলাকার আব্দুল মান্নানের ছেলে খোকন (৩৫), উপশহর এলাকার মনজুরুল ইসলামের ছেলে আরমান হোসেন (৩৬) এবং পোস্টঅফিস পাড়া এলাকার হান্নান মোল্লার ছেলে শিমুল হোসেন (৩৪)।
অপরদিকে, শিমুল হোসেন মোটরসাইকেল যোগে শহরতলীর চাচড়া এলাকায় এসে পৌঁছালে অজ্ঞাতপরিচয় গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে

নিয়ে আসলে জরুরি বিভাগের চিকিৎসক সাইফুর রহমান পৌনে আটটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।যশোর হাইওয়ে পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার আলী আহমেদ হাসমি বলেন, আমরা ঘটনার সংবাদ শুনেছি। এই মুহূর্তে ঘটনাস্থলের দিকে যাচ্ছি।
বারোবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, মরদেহ যশোর হাসপাতাল মর্গে রয়েছে। আইনি ব্যবস্থা নেওয়া হবে।
যশোর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহতের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।

আরো পড়ুন :