যশোরে বড় ভাইয়ের পর ছোট ভাইকেও কুপিয়ে হত্যা

ছোট ভাইকেও কুপিয়ে হত্যা – যশোরে এক পল্লী চিকিৎসককে কুপিয়ে হত্যা করেছে চিহ্নিত একদল দুর্বৃত্ত। হত্যার কারণ সম্পর্কে পরিবার এখনও মুখ না খুললেও পুলিশের দাবি, পরিবারটি আওয়ামী ঘরনার। আর এই হত্যার কারণও রাজনৈতিক। তবে পরিবার জানিয়েছে, এর আগেও এক সদস্য একই গোষ্ঠীর হাতে হত্যার শিকার হয়েছিল।

 

যশোরে বড় ভাইয়ের পর ছোট ভাইকেও কুপিয়ে হত্যা

 

মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে জেলার চৌগাছা উপজেলার জগন্নাথপুরে এই হামলার ঘটনা ঘটে। পরে বুধবার ভোর সাড়ে চারটার দিকে যশোর হাসপাতালে তিনি মারা যান। নিহতের নাম আনিছুর রহমান। স্থানীয়ভাবে তিনি পল্লী চিকিৎসকের কাজ করলেও ছিল মাছের ঘের ব্যবসা।

 

 

নিহতের স্বজনরা জানান, ঘটনার সময় রাতে জগন্নাথপুর বাজারে চায়ের দোকানে বসে ছিলেন আনিছুর। এসময় লেন্টু, হাদী, আমিনের নেতৃত্বে একদল দুর্বৃত্ত তার ওপর হামলা চালিয়ে গুরুতর আহত করে। মুমূর্ষু অবস্থায় রাতেই তাকে যশোর সদর হাসপাতালে আনা হয়। ভোরে সেখানেই মারা যান তিনি।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

তারা জানান, ২০০২ সালে নিহত আনিছুরের বড় ভাই চৌগাছার সিংহঝুলি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আশা হোসেনকে একই সন্ত্রাসী গোষ্ঠী হত্যা করেছিলো। যশোরের চৌগাছা থানার উপ-পরিদর্শক মেহেদী হাসান মুন্নু জানান, নিহত আনিসুর রহমান ও তার পরিবার আওয়ামী ঘরনার। রাজনৈতিক কারণেই এ হত্যাকাণ্ড হয়েছে। এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। মামলা প্রক্রিয়াধীন।

 

আরও দেখুনঃ

Leave a Comment