ছাত্রলীগ নেতাদের দখলে কক্ষ, শিক্ষার্থীদের গাদাগাদি অবস্থা | সারা সপ্তাহের খবর

ছাত্রলীগ নেতাদের দখলে কক্ষ, শিক্ষার্থীদের গাদাগাদি অবস্থা খবর দিয়ে শুরু করছি জেলা ভিত্তিক নিউজ আপডেট । আমরা সম্প্রতি ঘটে যাওয়া বিষয়গুলো  সংকলন করে আপনাদের সামনে নিয়ে আসছি। যারা নিয়মিত সংবাদপত্র বা অন্য মাধ্যমের খবরগুলোতে চোখ রাখার সময় পান না। তাদেরকে এই আয়োজনটি হালনাগাদ থাকতে সাহায্য করবে।

আজকের আলোচনার বিষয়ঃ  ছাত্রলীগ নেতাদের দখলে কক্ষ, শিক্ষার্থীদের গাদাগাদি অবস্থা, যশোরে আ.লীগ সভাপতির বন্দুকের বাট দিয়ে দুজনকে পেটানোর অভিযোগ, যশোরে দুই নেত্রীর সমর্থকদের হাতাহাতির নেপথ্যে ,  যশোরে মহিলা আ.লীগের দুই পক্ষের মধ্যে হাতাহাতি, বেনাপোলে ছোলা আমদানি বাড়লেও বাজারে দাম চড়া, যশোরে বরখাস্ত হওয়া শিক্ষক ক্ষমতার দাপটে আবার প্রধান শিক্ষকের চেয়ারে, যশোর আদালতে এসিল্যান্ডসহ ৮ জনের বিরুদ্ধে জালিয়াতির মামলা, টিসিবি’র তেল কালো বাজারে বিক্রির অভিযোগে পিতা পুত্র আটক

 

ছাত্রলীগ নেতাদের দখলে কক্ষ, শিক্ষার্থীদের গাদাগাদি অবস্থা | সারা সপ্তাহের খবর

 

ছাত্রলীগ নেতাদের দখলে কক্ষ, শিক্ষার্থীদের গাদাগাদি অবস্থা

যশোর মেডিকেল কলেজের ছাত্র হোস্টেলের ২০২ নম্বর কক্ষ। সেখানে একটি বিছানা। বসার জন্য আছে সোফা। একই হোস্টেলের ৩১১ নম্বর কক্ষে ৯টি চৌকি। পড়ার টেবিল বসানোর জায়গা নেই। চৌকির ওপর দিয়ে রশি টানিয়ে রাখা হয়েছে জামাকাপড়।

৩১১ নম্বর কক্ষে থাকেন সাধারণ শিক্ষার্থীরা। আর ২০২ নম্বর কক্ষে বসবাস করেন যশোর মেডিকেল কলেজ শাখার সভাপতি শাহজাহাদ জাহান ওরফে দিহান। যদিও তাঁর ছাত্রত্ব শেষ হয়েছে আগেই; তারপরও তিনি রাজনৈতিক প্রভাব খাটিয়ে হোস্টেলে একাই একটি কক্ষ দখল করে থাকছেন। সাধারণ শিক্ষার্থীরা থাকছেন গাদাগাদি করে।

যশোরে আ.লীগ সভাপতির বন্দুকের বাট দিয়ে দুজনকে পেটানোর অভিযোগ

যশোরে জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলামের অনুমোদিত বন্দুকের (শটগান) বাট দিয়ে প্রতিপক্ষের দুজনকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে।

আজ মঙ্গলবার দুপুরে যশোর প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন ভুক্তভোগীরা। আহত ব্যক্তিরা হলেন যশোর সদর উপজেলার হামিদপুর গ্রামের বাসিন্দা আসাদুজ্জামান (৬৫) ও তাঁর ছেলে এ বি এম জাফরী (৩৮)।

তবে অভিযোগ অস্বীকার করে প্রেসক্লাবে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলামে পক্ষের লোকজন। সংবাদ সম্মেলনে দাবি করা হয়, তাঁদের বৈধ জমি জোর করে দখল করছেন আসাদুজ্জামান ও তাঁর ছেলে।

যশোরে দুই নেত্রীর সমর্থকদের হাতাহাতির নেপথ্যে

আট বছর ধরে জাতীয় মহিলা সংস্থার যশোর জেলার চেয়ারম্যানের দায়িত্বে আছেন জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি লাইজু জামান। রাজনৈতিক বিবেচনায় জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎস্না আরা মিলিরও এই পদের প্রতি আগ্রহ আছে। রাজনীতিতে অবস্থান দৃঢ় করতে পদটি খুবই আকর্ষণীয়। কারণ, এই সংস্থার বরাদ্দের টাকায় নারীদের উন্নয়নে অনেক কাজ করা যায়। পাশাপাশি দলের কর্মীদেরও সক্রিয় রাখা যায়। এটা নিয়েই মূলত যশোর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে দ্বন্দ্ব রয়েছে, যা গতকাল সোমবার রাজপথে গড়িয়েছে।

সভাপতি লাইজু ও সাধারণ সম্পাদক জ্যোৎস্নার মধ্যে বেশ কিছুদিন ধরে দ্বন্দ্ব চলছিল। তবে এত দিন বিষয়টি দলের অভ্যন্তরীণ বিষয় ছিল। গতকাল দ্বন্দ্বের জেরে প্রকাশ্যে হাতাহাতির ঘটনা ঘটায় দলের নেতা-কর্মীদের অনেকে বিব্রত হয়েছেন

 

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

যশোরে মহিলা আ.লীগের দুই পক্ষের মধ্যে হাতাহাতি

যশোরে মহিলা আওয়ামী লীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে দুই পক্ষের হাতাহাতি ও হট্টগোলের ঘটনা ঘটেছে। আজ সোমবার বিকালে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সংগঠনটি জেলা শাখার সভাপতি লাইজু জামান ও সাধারণ সম্পাদক জ্যোৎস্না আরা মিলির সমর্থকদের মধ্যে চেয়ারে বসা নিয়ে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় অনুষ্ঠান প্রায় আধা ঘণ্টা বন্ধ থাকলেও পরে একই স্থানে দুই পক্ষই পৃথকভাবে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটার মধ্যে দিয়ে কর্মসূচি শেষ হয়। তবে দলীয় নেতারা বলছেন, ঘটনাটি ভুল–বোঝাবুঝি ছিল।

বেনাপোলে ছোলা আমদানি বাড়লেও বাজারে দাম চড়া

রমজানকে সামনে রেখে বেনাপোল বন্দরে বেড়েছে ভোগ্যপণ্য আমদানি। বেশি আসছে ছোলা ও বিভিন্ন ধরনের ফল। আমদানি স্বাভাবিক থাকলে আগামী দুই মাসে ভোগ্যপণ্যের দাম অনেকটা কমে আসবে, এমনটাই আশা করছেন ব্যবসায়ীরা। তবে বাজারে এসব পণ্যের দাম এখনও চড়া। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বাজার মনিটরিংয়ের দাবি ক্রেতাদের।

গত তিন দিনে ভোগ্যপণ্য ও ফলবাহী ৩২০টি ট্রাক ভারত থেকে বেনাপোল বন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। দ্রুত খালাস প্রক্রিয়া শেষে এগুলো পাঠানো হচ্ছে দেশের বিভিন্ন এলাকায়। তবে জায়গা স্বল্পতার কারণে পণ্য খালাসে বেশি সময় লাগছে বলে দাবি বন্দর কর্তৃপক্ষের।

 

ছাত্রলীগ নেতাদের দখলে কক্ষ, শিক্ষার্থীদের গাদাগাদি অবস্থা | সারা সপ্তাহের খবর

 

যশোরে বরখাস্ত হওয়া শিক্ষক ক্ষমতার দাপটে আবার প্রধান শিক্ষকের চেয়ারে

স্বাক্ষর জালসহ নানা দুর্নীতির দায়ে চুড়ান্ত বরখাস্ত হওয়া যশোর সদর উপজেলার রুদ্রপুর মাধ্যমিক বিদ্যালয়ের সেই প্রধান শিক্ষক মৃনাল কান্তি সরকার এবার অবৈধভাবে প্রধান শিক্ষকের চেয়ার বসেছেন। অভিযোগ উঠেছে যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান, রুদ্রপুর মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির আহবায়ক মোস্তফা ফরিদ আহম্মেদ চৌধুরী ক্ষমতার দাপট দেখিয়ে তাকে ফের প্রধান শিক্ষকের চেয়ারে বসিয়েছেন।

মোস্তফা ফরিদ আহম্মেদ চৌধুরী অবৈধভাবে একটি তদন্ত কমিটি গঠন করে ওই মৃণাল কান্তিকে দুধে ধোয়া তুলশি পাতা বানিয়েছেন। যা নিয়ে হতবাক হয়েছে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক সহ এলাকাবাসী। যে কিনা নানা দুর্নীতির অভিযোগে জেল খেটেছেন, তার বিরুদ্ধে দুইটি মামলা রয়েছে বিচারাধীন ও দুটিতেই পিবিআই এর তদন্তে জড়িত থাকার বিষয়টি প্রমাণিত হয়েছে। এতকিছুর পরও কিভাবে মৃণাল প্রধান শিক্ষকের চেয়ারে বসলেন তা কিছুতেই মেনে নিতে পারছেন না। যা নিয়ে ক্ষুব্ধ শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা।

যশোর আদালতে এসিল্যান্ডসহ ৮ জনের বিরুদ্ধে জালিয়াতির মামলা

জালিয়াতি করে জমি রেজিস্ট্রি ও সহযোগীতার অভিযোগে ঝিকরগাছার এসিল্যান্ড, বাঁকড়া ইউনিয়ন ভুমি কর্মকর্তাসহ আটজনের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। মঙ্গলবার ঝিকরগাছার খোশালনগর গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে শরিফুল ইসলাম বাদী হয়ে এ মামলা করেছেন। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সালমান আহমেদ শুভ অভিযোগের তদন্ত করে পিবিআইকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন।

নুর মোহাম্মদের ছেলে শরিফুল ইসলাম দলিলের কপি তুলে জাল জালিয়াতির বিষয়টি নিশ্চিত হন। আসামিরা একে অপরের সহযোগীতায় এ জাল জালিয়াতি করে কবলা দলিল তৈরী করে জমি দখললের ষড়যন্ত্র শুরু করেছেন। এ ঘটনায় থানায় অভিযোগ দিলে পুলিশ তা গ্রহণ না করায় তিনি আদালতে  মামলা করেছেন।

টিসিবি’র তেল কালো বাজারে বিক্রির অভিযোগে পিতা পুত্র আটক

ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) সয়াবিন তেল কালো বাজারে বিক্রির অভিযোগে স্থানীয় ব্যবসায়ী ও জনসাধারণ পিতা পুত্রকে আটক করে পুলিশে দিয়েছে। এরা হচ্ছে,যশোর সদর উপজেলার বাহাদুরপুর বাঁশতলার মৃত আমিনুল হকের ছেলে শহরের বড় বাজার হাটচান্নি (আলুপট্টি) রেজাউল ষ্টোরের মালিক রেজাউল ইসলাম ও তার ছেলে আবু দাউদ। মামলার তদন্তকারী কর্মকর্তা গ্রেফতারকৃত পিতা রেজাউল ইসলাম ও ছেলে আবু দাউদকে মঙ্গলবার ২৮ ফেব্রুয়ারী আদালতে সোপর্দ করে।

সাধারণ জনগনের মধ্যে সন্দেহ হলে পিতা পুত্রকে আটক করে জনসাধারণ বিষয়টি কোতয়ালি থানায় সংবাদ দিলে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার বিষয় জনসাধারণের নিকট জেনে ও শুনে গ্রেফতারকৃত পিতা পুত্রকে উক্ত টিসিবি’র সয়াবিন তেলের বিষয়ে জানতে চাইলে তারা ঘটনার সত্যতা স্বীকার করে। রেজাউল ইসলাম ও আবু দাউদকে হেফাজতে গ্রহন করে পুলিশ। মঙ্গলবার ২৮ ফেব্রুয়ারী দুপুরে তাদেরকে আদালতে সোপর্দ করে।

আরও দেখুনঃ

৪ thoughts on “ছাত্রলীগ নেতাদের দখলে কক্ষ, শিক্ষার্থীদের গাদাগাদি অবস্থা | সারা সপ্তাহের খবর”

Leave a Comment