৯ পিস স্বর্ণের-বারসহ এক ব্যক্তি আটক,জেলার শার্শা উপজেলার গোগা সীমান্ত এলাকা থেকে ১ কেজি ৫১ গ্রাম ওজনের ৯ পিস স্বর্ণ ও মোটরসাইকেলসহ কাওসার আলী (৫৪) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড-বাংলাদেশ বিজিবি সদস্যরা।

যশোরে ৯ পিস স্বর্ণের বারসহ এক ব্যক্তি আটক
আটক কাওসার শার্শা উপজেলার দাদখালি গ্রামের আব্দুল করিমের ছেলে।
বিজিবি ২১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান আজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা গতকাল রাত সাড়ে ৮টার দিকে শার্শার গোগা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে

সন্দেহ ভাজন এক মোটরসাইকেল আরোহীকে গতিরোধ করে। এ সময় তার মোটরসাইকেলে কৌশলে লুকিয়ে রাখা ৯ পিস-স্বর্ণের বার জব্দ করা হয়। যার ওজন এক কেজি ৫১ গ্রাম। স্বর্ণ পাচারে জড়িত থাকার অভিযোগে তাকে আটক করা হয়।
এ ব্যাপারে শার্শা থানায় মামলা দায়ের হয়েছে।

আরো পড়ুন :
১ thought on “যশোরে ৯ পিস স্বর্ণের বারসহ এক ব্যক্তি আটক”