ইউপি সদস্যকে মারধরের ভিডিও ভাইরাল | সারা সপ্তাহের খবর

যশোরে ইউপি সদস্যকে মারধরের ভিডিও ভাইরাল -খবর দিয়ে শুরু করছি ফরিদপুর জেলা নিউজ আপডেট । আমরা সম্প্রতি ঘটে যাওয়া বিষয়গুলো  সংকলন করে আপনাদের সামনে নিয়ে আসছি। যারা নিয়মিত সংবাদপত্র বা অন্য মাধ্যমের খবরগুলোতে চোখ রাখার সময় পান না। তাদেরকে এই আয়োজনটি হালনাগাদ থাকতে সাহায্য করবে।

সারা সপ্তাহের খবর

রাস্তার ময়লার ভাগাড় সরিয়ে ফুলের চারা রোপণ

যশোর পৌর শহরের চাঁচড়া এলাকা রেণু ও পোনা মাছ বিক্রির অন্যতম মোকাম। বাজার সংলগ্ন মহাসড়কের পাশেই দিনে দিনে তৈরি হয়েছে ময়লার ভাগাড়। মাসের পর মাস ময়লা-আবর্জনা জমে থাকলেও তা পরিষ্কারের কোনো তাগিদ ছিল না কারও। এ অবস্থায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিডি ক্লিন যশোর’ স্থানীয়দের দুর্ভোগ লাঘবে এগিয়ে আসে।

পালানোর সময় ৭০ লাখ টাকার সোনা ফেলে গেলেন চোরাকারবারী 

ভারতে পাচারের সময় যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৬টি সোনার বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। মঙ্গলবার (১১ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে বেনাপোলের সীমান্তবর্তী সাদীপুর গ্রাম থেকে এ সোনার বার উদ্ধার করা হয়।

যশোরে ইউপি সদস্যকে মারধরের ভিডিও ভাইরাল

 

ইউপি সদস্যকে মারধরের ভিডিও ভাইরাল | সারা সপ্তাহের খবর

 

যশোরের বাঘারপাড়ায় এক ইউপি সদস্যকে প্রকাশ্যে মারধরের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। রোববার (৯ এপ্রিল) দুপুরে এ ঘটনায় সংবাদ সম্মেলন করেছেন ওই ইউনিয়নের ১১ জন ইউপি সদস্য। এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপিও দিয়েছেন তারা।

বন্ধন এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার, আটক ৫

কোলকাতা থেকে ছেড়ে আসা ‘বন্ধন এক্সপ্রেস’ ট্রেনে অভিযান চালিয়ে বিদেশি মদ ও বিভিন্ন ধরনের ভারতীয় পণ্যসহ পাঁচজনকে আটক করা হয়। রোববার (৯ এপ্রিল) সকালে বেনাপোল রেল স্টেশনে টাস্কফোর্স এ অভিযান চলে। অভিযানে অবৈধ ১১ লাখ টাকা ও বিজিবি ১০ লাখ টাকা এবং কাস্টমস বিপুল পরিমাণ মদ, শাড়ি, থ্রিপিস, কাপড় ও কসমেটিকস জব্দ করেছে।

 

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

শার্শা সীমান্তে এক কেজি সোনাসহ পাচারকারী আটক

যশোরের শার্শা উপজেলার পাঁচভুলোট সীমান্ত থেকে এক কেজি সোনাসহ সাইদুর রহমান (২৫) নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। শনিবার (৮ এপ্রিল) দুপুরে এ চালানটি জব্দ করা হয়। আটক সাইদুর রহমান শার্শা উপজেলার অগ্রভুলোট গ্রামের আব্দুল হালিমের ছেলে।

১৮ এপ্রিল থেকে বেনাপোল এক্সপ্রেসে যুক্ত হচ্ছে ১২টি নতুন বগি

বেনাপোল-ঢাকা রেলপথে চলাচলকারী বেনাপোল এক্সপ্রেস ট্রেনে যুক্ত হচ্ছে চীন থেকে আমদানি করা ১২টি নতুন কোচ। ১৮ এপ্রিল নতুন এসব বগি নিয়ে যুক্ত হবে ট্রেনটিতে।

রেলওয়ের বেনাপোল স্টেশন মাস্টার মো. সাইদুজ্জামান বলেন, বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি বর্তমানে ১০টি পুরোনো বগি নিয়ে চলছে। এগুলোর বদলে এখন ১২টি নতুন বগি যুক্ত হচ্ছে। এতে দুটি এসি চেয়ারকোচ, একটি এসি কেবিনসহ নামাজের ঘর ও খাবারের বগি থাকবে। এর ফলে ৮৮৪ আসনের ট্রেনটিতে যাতায়াত আরও আরামদায়ক হবে।  

গোসলে নেমে শিশুর মৃত্যু

 

ইউপি সদস্যকে মারধরের ভিডিও ভাইরাল | সারা সপ্তাহের খবর

 

যশোরের অভয়নগর উপজেলায় ভৈরব নদে বন্ধুদের সঙ্গে গোসলে নেমে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার শুভরাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মারা যাওয়া শিশুটির নাম সারাফত শেখ (৮)। সে উপজেলার শুভরাড়া গ্রামের রেজাউল শেখের ছেলে। সারাফত উপজেলার শুভরাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।

বন্ধন এক্সপ্রেসে মিলল ২১ লাখ টাকার অবৈধ মালামাল, আটক ৫

কলকাতা থেকে ছেড়ে আসা খুলনাগামী ‘বন্ধন এক্সপ্রেস’ট্রেনে অভিযান চালিয়ে অবৈধ ভারতীয় পণ্য, বিপুল পরিমাণ বিদেশি মদসহ পাঁচজনকে আটক করেছে টাস্কফোর্স। রোববার (৯ এপ্রিল) সকালে যশোরের বেনাপোল রেলস্টেশনে বিজিবি, পুলিশ ও জেলা টাস্কফোর্সের যৌথ অভিযানে তাদের আটক করা হয়।

আরও পড়ুনঃ

Leave a Comment