যশোরে অস্ত্র ও গুলিসহ দু’ব্যক্তি আটক,জেলার বেনাপোলের সাদিপুর গ্রাম থেকে সোমবার ভোরে পিস্তল ও গুলিসহ দু’ব্যক্তিকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

যশোরে অস্ত্র ও গুলিসহ দু’ব্যক্তি আটক
আটক হওয়া ব্যক্তিরা হলেন- সাদিপুর গ্রামের শাহ জামাল কালু (৫২) ও তার ছেলে সোহেল রানা (৩০)।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক শাহেদ মিনহাজ সিদ্দিকী জানান, গোপন সংবাদে ভিত্তিতে আজ ভোরে বিজিবির একটি দল শাহ জামাল কালুর বাড়িতে অভিযান চালায়। ওই বাড়িতে অভিযান চালিয়ে

বাড়ি থেকে পাঁচটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি জব্দ করা হয়। অবৈধভাবে অস্ত্র রাখার অভিযোগে কালু ও তার ছেলে সোহেলকে আটক করা হয়।
এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় মামলা দায়ের হয়েছে।

আরো পড়ুন :
৩ thoughts on “যশোরে অস্ত্র ও গুলিসহ দু’ব্যক্তি আটক”